আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তবে প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশন শেষে আজ মঙ্গলবার সকালে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা দেখি না। তবে নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সেই ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাই।’
নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংস্কারের মধ্য দিয়েই নির্বাচন হতে হবে।’
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই জামায়াত নেতা বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া দরকার। কারণ, একটি গণতান্ত্রিক জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার দেশের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু অতীতের অভিজ্ঞতা বলে, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই সমস্যার সমাধান দিতে পারে।’
এ সময় ভারতে অবস্থানের বিষয়ে এক প্রশ্নের জবাবে মো. তাহের বলেন, ‘আমি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম, চিকিৎসার জন্যও কিছু সময় ছিলাম। কিন্তু আমার নামে গুজব ছড়ানো হচ্ছে-এসব ভিত্তিহীন। এখন তো এআই দিয়ে ভিডিও বানিয়ে যে কোনো কিছু দেখানো যায়। মানুষ কিন্তু এসব বোঝে।’