ঢাকা২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দারুণ জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

admin
অক্টোবর ১২, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৫

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলছে আর্জেন্টিনার। মাহের কারিজো ও মাতেও সিলভেত্তির গোলের সুবাদে আলবিসেলেস্তেরা মেক্সিকোকে কোয়ার্টার ফাইনালে ২–০ গোলে হারিয়ে ২০০৭ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে।

চিলিতে অনুষ্ঠিত আসরে ম্যাচের প্রথম গোলটি আসে মাহের কারিজোর পা থেকে। মেক্সিকোর গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বল ঠেকিয়ে নিখুঁতভাবে জালে জড়ান তিনি। এরপর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে সারকোর জায়গায় নামা মাতেও সিলভেত্তি দারুণ দৃঢ়তায় বল দখল করে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন।

এদিকে দিয়েগো প্লাসেন্তের কোচিংয়ে দলটি আবারও মুগ্ধ করেছে তাদের গতিময় খেলা ও দলীয় সমন্বয়ে-যা পুরো টুর্নামেন্টজুড়ে তাদের সাফল্যের মূল চাবিকাঠি। এই জয়ে আর্জেন্টিনা টানা পাঁচ ম্যাচে জয়ের ধারায় রয়েছে এবং নিশ্চিত করেছে তারা এবার টুর্নামেন্টের সব সাতটি ম্যাচই খেলবে।

সেমিফাইনালে তাদের পরবর্তী প্রতিপক্ষ কলম্বিয়া, যারা শনিবার আগের ম্যাচে স্পেনকে ৩–২ গোলে হারিয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।