ডেস্ক:
খাবার খাওয়ার পর এক খিলি পান খাওয়ার চল বাঙালির বহু পুরনো অভ্যাস। হজমশক্তি বাড়ানো বা মুখের দুর্গন্ধ দূর করতে পান পাতার জুড়ি মেলা ভার। কিন্তু আপনি কি জানেন, আয়ুর্বেদ শাস্ত্রে পান পাতাকে ত্বকের জন্য ‘ভেষজ মহৌষধ’ বলা হয়েছে? অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর পান পাতা আপনার ত্বকের ব্রণ, কালো ছোপ ও রুক্ষতা দূর করতে জাদুর মতো কাজ করে।
বর্তমানে মানুষ রাসায়নিক প্রসাধনী ছেড়ে যখন ভেষজ রূপচর্চায় ঝুঁকছে, তখন আপনার ঘরে থাকা পান পাতাই হতে পারে নিখুঁত ত্বকের চাবিকাঠি।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.