সত্য সমাচার ডিজিটাল:
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার বর্ণাঢ্য আয়োজনে ১৫তম চাঁপাই উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউশনে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাহউদ্দিন নাগরী। বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং এরফান গ্রুপের সিইও মো. মাহবুব আলম।
সমিতির সভাপতি রাজউকের চীফ ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে ঢাকায় বসবাসরত চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। উৎসবে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন। সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাইর রুটি দিয়ে উৎসবে অংশগ্রহণকারীদের আপ্যায়ন করা হয়। দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী খাবার ও বিভিন্ন ইভেন্ট পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদানের জন্য গুণীজন সম্মননা প্রদান করা হয় অধ্যাপক ড. উমার আলী, গোলাম মোস্তফা মন্টু, আমিনুল করিম, ডা. মোহা. ময়েজ উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহা. শামসুল হক জহির, আহসান হাবীব, বাবুল হক ও মরণোত্তর ম আ মালেক চৌধুরীকে।
এদিন বিকেলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় জেলার ঐতিহ্য গম্ভীরা পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে একটি সুদৃশ্য ডাইরেক্টরি প্রকাশ করা হয়।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.