ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুর বিস্তার রোধ করা জরুরি

admin
অক্টোবর ১৪, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়। এর ছয় সপ্তাহের মাথায় সরিয়ে দেওয়া হয় কাউন্সিলরদেরও। নাগরিক সেবা সচল রাখতে ১৭ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার, যেখানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রয়েছেন।

তাঁদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু সিটি করপোরেশনগুলো অকার্যকর রয়েছে। করপোরেশনের নাগরিক সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা অনুপস্থিত রয়েছেন। এ কারণে ডেঙ্গু জ্বরবাহী এডিস মশা নিধনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। এ ছাড়া জনপ্রতিনিধি না থাকায় ঢাকাসহ সারা দেশের নগর এলাকায় নাগরিক সেবা কার্যক্রম তলানিতে পৌঁছেছে।

ডেঙ্গুর মৌসুমে মশকনিধন ছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিসান সনদ, নাগরিক সনদ, পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তি, সামাজিক শৃঙ্খলা, রাস্তাঘাট মেরামত এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় স্থবিরতা দেখা দিয়েছে। তৃণমূল পর্যায়ে যেকোনো সমস্যায় পড়লে নাগরিকেরা ছুটে যেতেন কাউন্সিলরদের কাছে। এমনকি শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুপস্থিতিতে অনেক কাউন্সিলর সামাজিক নিরাপত্তা রক্ষায় কাজ করেছেন। কিন্তু তাঁদের সবাইকে ঝেঁটিয়ে বিদায় করায় একধরনের শূন্যতা বিরাজ করছে। সরকারি আমলাদের দিয়ে যে কমিটি করে দেওয়া হয়েছে, তাঁরা নাগরিক সেবা প্রদানে প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছেন না। পালন করার কথাও না। সরকারি কর্মকর্তারা কখনো জনপ্রতিনিধির বিকল্প হতে পারেন না।

জনপ্রতিনিধির মূল ভিত্তিই হলো জনগণ। তাঁদের সঙ্গে জনগণের সরাসরি সম্পর্ক থাকে, জবাবদিহি থাকে। জনবিচ্ছিন্ন সরকারি কর্মকর্তাদের দিয়ে সাধারণ মানুষের সেবা করার বিষয়টি বাস্তবায়ন করা তাই সম্ভব হচ্ছে না। এতে করে বাড়ছে মানুষের দুর্ভোগ ও কষ্ট।

অথচ সরকারের উচিত ছিল মেয়র-কাউন্সিলরদের মাধ্যমে নাগরিক সেবা সচল রেখে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। সেটা করা হয়নি। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ক্রমেই বাড়ছে। প্রতিদিনই মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৬৩ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসের প্রথম পাঁচ দিনে ডেঙ্গুতে মারা গেছে ১৬ জন। সিটি করপোরেশনসহ কার্যত নাগরিক সেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা অনুপস্থিত থাকায় ডেঙ্গু জ্বরবাহী এডিস মশা নিধনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৩০ হাজার রোগীর মধ্যে গেল মাসেই আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৯৭ জন। মারা যাওয়া ১৬৩ জনের ৮০ জনের মৃত্যু হয়েছে গত মাসে। এর মধ্যে ৮৮ জনের মৃত্যু হয়েছে ডিএসসিসি এলাকায়। মশকনিধন কাজে গাফিলতির কারণেই ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর এ সংখ্যা ঊর্ধ্বমুখী।

শুধু ডেঙ্গু নিয়ন্ত্রণেই নয়, জনপ্রতিনিধি না থাকায় সিটি করপোরেশনগুলোতে একটা হ-য-ব-র-ল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কর্মচারীরা ঠিকমতো কাজ করছেন না। ওয়ার্ড পর্যায়ে রাস্তাঘাটে ময়লা-আবর্জনা পড়ে থাকছে। কোথাও মশার ওষুধ ছিটানো হচ্ছে না। তাদের বলারও কেউ নেই। ইতিমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে নাগরিক সনদসহ অন্য সেবা দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে। রাজধানীর দুই সিটি করপোরেশনে ২০টি জোনে ২০ জন কর্মকর্তার এ দায়িত্ব পালন করার কথা। এ দুই সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ১২৯টি। একেকটি জোনে দশ-বারো জন কাউন্সিলরের কাজ একজন নির্বাহী কর্মকর্তা কীভাবে সামলাবেন, তা বোঝা যাচ্ছে না। নাগরিকেরা তাঁদের চেনেন না, তাঁরাও নাগরিকদের চেনেন না। নাগরিকেরা কোন জায়গা থেকে সেবা নেবেন, সেটাও উল্লেখ নেই। ফলে মানুষ কেবল হয়রানির শিকার হচ্ছেন।

এবার ডেঙ্গু মশা বৃদ্ধির পিকটাইমে মশা মারার ওষুধ ছিটানো হয়নি। প্রথমে আন্দোলনের কারণে, পরে সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলরদের বাদ দেওয়ার কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মকর্তাদের প্রধান কাজ হওয়া উচিত ডেঙ্গু মশার প্রাদুর্ভাব ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ। ওয়ার্ডভিত্তিক এডিস মশা নিধনে টিম গঠন করে কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকেও পরিচ্ছন্ন সিটি গড়ার কার্যক্রমে যুক্ত করা। মশার বিরুদ্ধে একটি কার্যকর ও সর্বাত্মক অভিযান পরিচালনা করা। মশা মারতে না পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। মশা মারার কাজে মনোনিবেশ না করলে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার রোধ করা যাবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।