ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় হতদরিদ্র এক মহিলার রেকর্ডীয় জমি জবর দখলের নেশায় মেতে উঠেছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি। ওই প্রভাবশালীদের হুমকি ধামকি তান্ডব সইতে না পেরে যথার্থ মহলের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনের পথ বেছে নিয়েছেন তিনি। বুধবার সকালে উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এমনটি দাবি করেন তিনি।
উপজেলার সাহস মধ্যপাড়া এলাকার নিরঞ্জন মন্ডলের স্ত্রী নমিতা মন্ডল লিখিত বক্তব্যে বলেন,১৯৯৩ সালে ১৯৯৫/৯৩ নং কবলা বন্দোবস্ত দলিল মূলে এক একর পাঁচ শতাংশ জমির মালিক হন তিনি। সাহস ইউনিয়নের জয়খালি মৌজায় আরএস ৮৮ খতিয়ানে রেকর্ড প্রাপ্ত হয়ে নিয়মিত খাজনা দাখিল পরিশোধ করে ভোগদখল করেও আসছেন তিনি। সম্প্রতি স্থানীয় দাউদ মোড়ল ও পারভেজ আলম নামের প্রভাবশালী ব্যক্তিদ্বয় কথিত ভীম মহরার সহায়তায় নানা খোড়া অজুহাত দেখিয়ে ওই জমি জবর দখলের নেশায় মেতে উঠেছে। দরিদ্র ও অসহায় ব্যক্তি হয়ে প্রতিবাদের সাহস হারাইয়া জবর দখলের আশংকায় ভুগছেন তিনি। আশু প্রশাসনের হস্তক্ষেপ না হলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে পরিবারটি বলে দাবি করেন তিনি ।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.