ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডামুড্যা জমি জমা সংক্রান্ত জের ধরে জামায়াতের নেতা নিহত

admin
অক্টোবর ১৬, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম খোকন ডামুড্যায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম মাঝি (৫৫) নামে এক জামায়াত নেতা নিহত ঘটনা ঘটেছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল সিড্যা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মৃত নুরুল বক্স মাঝির ছেলে ও জামায়াতের বাইতুল মাল সম্পাদক ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের সঙ্গে তার ভাতিজা জাহাঙ্গীর মাঝির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে এক পর্যায় কথা কাটাকাটি করেন এবংকি হাতাহাতি হয়। এসময় জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি লোহার রড নিয়ে সিরাজুলের ওপর হামলা চালান। এতে এক পর্যায়ে সিরাজুল মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জামায়াত নেতা সিরাজ মাঝির মেয়ে সামিয়া আক্তার বলেন, ওরা অনেক বছর ধরে আমাদের জমি দখল করে রেখেছিল। স্থানীয় শালিসগন কাগজ পত্র অনুযায়ী জমি ভাগ করে দিলে, আমার বাবা দখলকৃত জমি উদ্ধারে গেলে ছাত্রলীগ কর্মী শরিফ মাঝি ঝগড়ার সৃষ্টি করে প্রথমে রড দিয়ে পিটিয়ে আমার মা’কে পাশের একটি ছোট খালে ফেলে দেয়ে। এরপর আমার বাবাকে লোহার রড দিয়ে পিটিয়ে ফেলে রেখে মটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। আমি আমার বাবা হত্যার বিচার চাই। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, আমরা ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।