ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মাটি ব্যবসায়ীকে ৮০হাজার টাকা জরিমানা করল এসিল্যান্ড

admin
জানুয়ারি ১৮, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুর রউফ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলায় অবৈধভাবে মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৮ জানুয়ারি (রবিবার ) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের গোরকই বিলে অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা করেন রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবর রহমান ।

এ সময় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে এক জনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন রানীশংকৈল থানা পুলিশ।

অবৈধভাবে কৃষিজমি কেটে মাটি ও বালু উত্তোলনের অপরাধে -দুর্লভপুর গ্রামের পাহুলান হোসেনের ছেলে উমের আলীকে এ অর্থদন্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মুজিবর রহমান জানান– কৃষিজমি কেটে মাটি ও বালু উত্তোলনের দায়ে উমের আলী নামের এক ব্যক্তিকে ৮০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।