
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের ক্রীড়াঙ্গনজুড়ে নতুন করে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে ভারতের মাটিতে বাংলাদেশের চারটি ম্যাচ থাকলেও, সেখানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার দুপুরে অনুষ্ঠিত জরুরি বৈঠকে বিসিবির ১৭ জন বোর্ড পরিচালক একত্রে সিদ্ধান্ত নেন-ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচেই অংশ নেবে না বাংলাদেশ। এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
বিসিবির পক্ষ থেকে প্রথমে আইসিসিকে তিনটি আলাদা বিষয়ে অবহিত করার পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত একটি স্পষ্ট দাবিই জানানো হয়েছে-বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন ভারতের বাইরে আয়োজন করা হয়।
এই সিদ্ধান্তের পেছনে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট নিরাপত্তা ও ন্যায়সংগততার প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি ঘিরে দেশের ক্রীড়াঙ্গনসহ আন্তর্জাতিক ক্রিকেট মহলেও শুরু হয়েছে আলোচনা।
বিসিবির পাঠানো ই-মেইলে আইসিসিকে জানানো হয়, ‘নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়।’ যে কারণে ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক শ্রীলংকা। এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচই লংকান ভেন্যুতে নির্ধারিত হয়েছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.