
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ আশ্বাস দেন। রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি।
তারেক রহমান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেশের মানুষের সমর্থনে বিএনপি আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে জুলাই শহীদ পরিবারে যারা আছেন, যোদ্ধা যারা আছেন, তাদের সুযোগ-সুবিধার জন্য… মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ চালু করব।’
জুলাই আন্দোলনে শহীদ ও আহতরাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য দাবি করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ ও আহতরাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য। ’৭১ সালে আমরা এ দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। ঠিক একইভাবে ২৪-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছেন।
সে জন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অধীনে আরেকটি বিভাগ করা হবে, যাদের কাজ হবে এই লোকগুলোকে (জুলাই শহীদ পরিবার ও যোদ্ধা) দেখভাল করা— জানান তারেক রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই পরিবারের সদস্যরা এবং জুলাই যোদ্ধারা। এ সময় তারেক রহমান অনেক শহীদ পরিবার ও যোদ্ধার সঙ্গে কথা বলেন।
