স্টাফ রিপোর্টার :
প্রকাশ ১৯ অক্টোবর ২০২৪
চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। শনিবার সকালে এ অবরোধ করেন তারা।
অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।
এর আগে এদিন সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হন। পরে যান চলাচল বন্ধ করে দেন তারা। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
চাকরি জাতীয়করণ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.