ঢাকা২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

admin
অক্টোবর ১৯, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :
প্রকাশ ১৯ অক্টোবর ২০২৪

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। শনিবার সকালে এ অবরোধ করেন তারা।

অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

এর আগে এদিন সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হন। পরে যান চলাচল বন্ধ করে দেন তারা। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

চাকরি জাতীয়করণ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।