চলে গেছে, আর সময়ও চলে গেছে
⸻
যে ভালোবাসা বুকের মাঝে জ্বলত দীপশিখা,
আজ তা কেবল শুকনো পাতা, হারানো দিকশূন্যতা।
শরৎ হাওয়াতে ঝরে পড়ে নীরবতার ছায়া,
স্মৃতির ভেতরে বাজে বেদনাময় বায়া।
চলে গেছে… আর সময়ও চলে গেছে,
তবু হৃদয়ে তার প্রতিধ্বনি বেজে ওঠে।
নিঃশব্দ ঘরে প্রতিকৃতি ঝোলে, আলোয় আঁকা ক্ষত,
দুঃখে মোড়া সেই ছবিতে জ্বলে আলোকরত।
যে আলিঙ্গনে সবাই ছিল, উষ্ণতা যে পেয়েছিল,
আজ তা কেবল স্মৃতির ধ্বনি, নিঃসঙ্গতায় কেঁদেছিল।
চলে গেছে… আর সময়ও চলে গেছে,
তবু হৃদয়ে তার প্রতিধ্বনি বেজে ওঠে।
একটি বৃক্ষ দাঁড়ায় একা, বন যেখানে ছিল,
ফিসফিসানি শিশিরবিন্দু নীরবতায় মিল।
অদৃশ্য সুরে বাজে শূন্য, ভাঙা সুরের গান,
নিশীথ রাতে হারায় ধ্বনি, ব্যথা পায় প্রাণ।
চলে গেছে… আর সময়ও চলে গেছে,
তবু হৃদয়ে তার প্রতিধ্বনি বেজে ওঠে।
তাই স্বপ্ন খুঁজে উড়ে যাও, অচেনা গগনে,
সময় যে নেয়, সে ফেরায় আলো অম্লানে।
ভাঙা ডানা খুলে দাও, ভোরের বুকে উড়ো,
অন্ধকারের গভীর থেকে মুক্ত আলো ধরো।
চলে গেছে… আর সময়ও চলে গেছে,
তবু হৃদয়ে তার প্রতিধ্বনি বেজে ওঠে।
⸻ সৈয়দ এল. আলী বাহরাম
ফ্রিল্যান্স সাংবাদিক
সাবেক সদস্য: বাংলাদেশ সিভিল সার্ভিস
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.