ঢাকা২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চলে গেছে, আর সময়ও চলে গেছে

admin
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

চলে গেছে, আর সময়ও চলে গেছে

যে ভালোবাসা বুকের মাঝে জ্বলত দীপশিখা,
আজ তা কেবল শুকনো পাতা, হারানো দিকশূন্যতা।
শরৎ হাওয়াতে ঝরে পড়ে নীরবতার ছায়া,
স্মৃতির ভেতরে বাজে বেদনাময় বায়া।

চলে গেছে… আর সময়ও চলে গেছে,
তবু হৃদয়ে তার প্রতিধ্বনি বেজে ওঠে।

নিঃশব্দ ঘরে প্রতিকৃতি ঝোলে, আলোয় আঁকা ক্ষত,
দুঃখে মোড়া সেই ছবিতে জ্বলে আলোকরত।
যে আলিঙ্গনে সবাই ছিল, উষ্ণতা যে পেয়েছিল,
আজ তা কেবল স্মৃতির ধ্বনি, নিঃসঙ্গতায় কেঁদেছিল।

চলে গেছে… আর সময়ও চলে গেছে,
তবু হৃদয়ে তার প্রতিধ্বনি বেজে ওঠে।

একটি বৃক্ষ দাঁড়ায় একা, বন যেখানে ছিল,
ফিসফিসানি শিশিরবিন্দু নীরবতায় মিল।
অদৃশ্য সুরে বাজে শূন্য, ভাঙা সুরের গান,
নিশীথ রাতে হারায় ধ্বনি, ব্যথা পায় প্রাণ।

চলে গেছে… আর সময়ও চলে গেছে,
তবু হৃদয়ে তার প্রতিধ্বনি বেজে ওঠে।

তাই স্বপ্ন খুঁজে উড়ে যাও, অচেনা গগনে,
সময় যে নেয়, সে ফেরায় আলো অম্লানে।
ভাঙা ডানা খুলে দাও, ভোরের বুকে উড়ো,
অন্ধকারের গভীর থেকে মুক্ত আলো ধরো।

চলে গেছে… আর সময়ও চলে গেছে,
তবু হৃদয়ে তার প্রতিধ্বনি বেজে ওঠে।

 

সৈয়দ এল. আলী বাহরাম
ফ্রিল্যান্স সাংবাদিক
সাবেক সদস্য: বাংলাদেশ সিভিল সার্ভিস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।