সত্য সমাচার ডিজিটাল
৩০ নভেম্বর ২০২৫
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরির যে সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
গতকাল শনিবার (২৬ শে নভেম্বর, ২০২৫ খ্রিঃ) গাজীপুরের টেলিযোগাযোগ স্টাফ কলেজে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিঃ (বিটিসিএল) এর কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিব আব্দুন নাসের খান বলেন, ব্যাক্তি থেকে প্রাতিষ্ঠানিক পর্যন্ত সকল ক্ষেত্রে যথাযথ ভূমি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। কারণ, বাংলাদেশ ক্ষুদ্র ভূখন্ডের বিশাল জনসংখ্যার দেশ, সে হিসেবে বাংলাদেশ একটি 'ল্যান্ড হাংরি" দেশ। এই জন্যই যথাযথ ভূমি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উপযুক্ত ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশে নতুন নতুন সম্ভবনার দ্বার উন্মোচিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের পূর্বে আব্দুন নাসের খান টেলিযোগাযোগ স্টাফ কলেজে জুলাই গণঅভ্যুত্থানকারীদের স্মরণে নির্মিত 'জুলাই স্মৃতি কর্নার' উদ্বোধন করেন। গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, বিটিসিএল এর ব্যবস্থাপণা পরিচালক মোঃ মামুনুর রশীদ, টেলিযোগাযোগ স্টাফ কলেজের ডিজি ড. এ.কে.এম. গোলাম বাহারুল, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব মোঃ সফিউল আলম, উপসচিব বি. এম. মশিউর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2025 sattyasamacher.com. All rights reserved.