
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ। রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর বাংলাবাজারে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মাহফিলে বক্তারা বলেন, গুরুতর অসুস্থ খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার পাশাপাশি তার পূর্ববর্তী কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের জটিলতা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে। একাধিক রোগের পারস্পরিক জটিলতায় চিকিৎসা ব্যবস্থায় বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে। বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ ও চিকিৎসাবিষয়ক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।
বক্তারা আরও বলেন, তারেক রহমান শারীরিকভাবে মায়ের পাশে থাকতে না পারলেও মানসিকভাবে প্রতিটি মুহূর্তে তিনি মায়ের সঙ্গেই আছেন। চিকিৎসার অগ্রগতি ও প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে তিনি সরাসরি যুক্ত আছেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হোসেন। এতে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মো. ফরিদ উদ্দিন, মো. আকতার হোসেন, বাপুস’র সাবেক সভাপতি আলমগীর সিকদার লোটন, মো. জহির দীপ্তি (সাধারণ সম্পাদক জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি ও জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ), কাজী জহুরুল ইসলাম বুলবুল (সাবেক সহ-সভাপতি বাপুস ও সহ-সভাপতি জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি), বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ইকবাল হোসেন শানু, জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের সহ-সভাপতি মো. মনিরুল হক,এস. এম. মহির উদ্দিন কলি (সহ-সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ ও জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি), মো. হেলাল উদ্দিন (হাসি প্রকাশনী), জাহাঙ্গীর আলম (তৃণলতা প্রকাশনী), আ হ ন ম শরীফুল হক শাহজী (শাহজী প্রকাশনী), জামাল উদ্দিন আহমেদ (দি রয়েল পাবলিশার্স), মোরশেদ আলম হৃদয় (বাবুই প্রকাশনী), সাইফুল্লাহ বিন কাসেম (নূর কাসেম পাবলিশার্স) এবং আহমেদ ফারুক (প্রিয়মুখ প্রকাশনী)।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2025 sattyasamacher.com. All rights reserved.