ঢাকা২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কাল থেকে চালু হচ্ছে মিরপুর-১০ স্টেশন

admin
অক্টোবর ১৪, ২০২৪ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার রিপোর্ট:
প্রকাশ ১৪ অক্টোবর ২০২৪

মঙ্গলবার থেকে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। সোমবার রাজধানীর উত্তরায় ডিএমটিসিএল কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষ ঘিরে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্টেশনটি বন্ধ ছিল।

ওই সংঘর্ষ ঘিরে ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়। তখন থেকে নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ ছিল। পরে গত ২০ সেপ্টেম্বর কাজী পাড়া স্টেশন চালু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর ওইদিন বিকাল সাড়ে ৫টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। এদিন মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশনে হামলা করে আন্দোলনকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।