ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করিডোরের সিদ্ধান্ত আসবে নির্বাচিত সংসদের মাধ্যমে: তারেক রহমান

admin
মে ১, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
০১ মে ২০২৫
বাংলাদেশের পক্ষ থেকে মায়ানমারের রাখাইন রাজ্যে যোগাযোগের জন্য মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত কোনো বিদেশি শক্তি বা অনির্বাচিত গোষ্ঠীর কাছ থেকে নয় বরং জনগণের নির্বাচিত সংসদ থেকে আসা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

তারেক রহমান বলেন,‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণকে জানায়নি অন্তর্বর্তী সরকার। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করেনি। জনগণ না জানিয়ে সরকার এমন সিদ্ধান্ত নেওয়া উচিত কি না, সেই বিতর্ক তুলতে চাই না। তবে স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে, করিডর দেওয়া না-দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে, সিদ্ধান্ত আসতে হবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এই ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই রীতি।’

তিনি বলেন, ‘বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে সরকারকে দেশের মানুষের স্বার্থ নিশ্চিত করতে হবে। মায়ানমার, ভারত বা অন্য দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। বৈষম্যহীন নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ দেশের মানুষের আকাঙ্ক্ষা।’

জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সবাইকে ভালো রাখার জন্যই বিএনপির রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক দর্শন হলো জনগণের কল্যাণে কাজ করা। বিএনপি সরকার প্রতিবারই মানুষের অধিকারের প্রতি সম্মান রেখে জনগণের কল্যাণে দায়িত্ব পালনের চেষ্টা করেছে। এ কারণে কখনোই বিএনপির নেতাকর্মীদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়নি।’

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গত দেড় দশকে স্বাধীন বাংলাদেশকে পরাধীনতার শিকলে বন্দি করে রাখা হয়েছিল। দুর্নীতি দুঃশাসন চালিয়ে পলাতক স্বৈরাচার জনগণকে স্বাধীনভাবে বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল, জনগণকে করেছিল ক্ষমতাহীন। ৫ আগস্ট হাজারো শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হলেও জনগণের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার এখনো পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়নি। এ জন্য শ্রমজীবী কর্মজীবী মানুষ নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নিজেদের দুঃখ দুর্দশার কথাগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছে না।’

সরকারকে সর্তক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিভেদ উসকে দিতে চায়। জনগণের মনে এমন সন্দেহ তৈরি হচ্ছে। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাব প্রণয়ন করুন। প্রয়োজনীয় সংস্কার করে আইন-শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনে প্রস্তুত করুন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। অন্তবর্তী সরকারের পথনকশা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরুন। তাহলে জনগণের সন্দেহ-সংশয় কেটে যাবে। জনগণের রাজনৈতিক ক্ষমতা এবং ভোটের অধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজন নির্বাচন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।