সত্য সমাচার ডিজিটাল
১৫ ফেব্রুয়ারি ২০২৫
জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। বিগত কয়েক বছর ধরেই টেলিভিশন অঙ্গনের প্রিয় মুখ তিনি। নাটকের মাধ্যমে দর্শকদের মাঝে খুব অল্প সময়ে জায়গা করে নিয়েছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন। কিন্তু হঠাৎ তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথা জানালেন। তবে অভিনয় ছেড়ে দেওয়ার কারণ এখনও খোলাসা করে বলেননি অভিনেত্রী। কিন্তু এরপরই ওমরাহ করতে যান। আর ওমরাহ শেষে মানসিক শান্তি নিয়েই ফিরেছেন অভিনেত্রী। আবারও ওমরাহ করতে যাবেন বলে জানিয়েছেন।
সম্প্রতি ওমরাহ শেষে দেশে ফিরে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা কখনো হজ বা ওমরাহ করতে যায়নি, তারা বুঝবে না এই অনুভূতিটা কেমন। মানসিক প্রশান্তির জন্য তিনি আবারও সৌদিতে যেতে চান। তার কথায়, আমি আবারও ওমরাহ করতে চাই। এবারও হয়তো যাব। কারণ আমার অনেক ভালো লেগেছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.