ফরিদপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫,
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নুর আলম (২৬) ও কাদের মিয়া (২২) দুজন নিহত হয়েছেন।
বুধবার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাচামারা গ্রামের আইয়ুব আলীর ছেলে ট্রাকচালক নুর আলম এবং বাসের হেলপার কাদের মিয়া ঝিনাইদহ জেলার সদর তেতুলবাড়িয়া গ্রামের মো. মফিজুল মিয়ার ছেলে।
শিবচর হাইওয়ে থানার এস আই তমাল সরকার জানান, বুধবার ভোরে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে ঢাকাগামী পূর্বাশা পরিবহণের সঙ্গে ও বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাকের চালক নুর আলম ও যাত্রীবাহী বাসের হেলপার কাদের মিয়া গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.