উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
১২ মার্চ ২০২৫
উল্লাপাড়ায় যুবলীগ নেতা সোহেল রানাকে ধরতে গিয়ে আহত হন উল্লাপাড়া মডেল থানার দুই পুলিশ কর্মকর্তা। এরা হলেন, উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামে এই নেতার বাড়িতে। সোহেল উপজেলা যুবলীগের আহŸায়ক কমিটির সদস্য। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
আহত উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, ঘটনার সময় সোহেল রানা বাড়িতেই ছিলেন। তাকে ধরে বাড়ির দোতলার সিড়ি দিয়ে নামার সময় যুবলীগ নেতা সোহেল পুলিশের সাথে ধস্তাধস্তি করে। ধস্তাধস্তির একপর্যায়ে সিড়ির উপর পড়ে গিয়ে তারা দুজনই আহত হন। পরে তারা উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবলীগ নেতা সোহেল রানার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তাকে অনেক দিন ধরে পুলিশ খুঁজছিল।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.