ঢাকা২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় চার আসামি গ্রেপ্তার

admin
নভেম্বর ৩, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
৩ নভেম্বর ২০২৪,

রবিবার ভোর রাত পর্যন্ত ২৪ ঘন্টার অভিযান চালিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করেছে। থানার নিয়মিত মামলায় ৩ জন ও ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে রবিবার সকালে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার পাগলা মধ্যপাড়া গ্রামের আওয়াল হোসেনের ছেলে আসাদুজ্জামান (৩৭), শাহীকোলা গ্রামের মৃত বেলাত প্রামাণিকের ছেলে সাদ্দাম হোসেন (৩০), উল্লাপাড়া দক্ষিণপাড়া মহল্লার মৃত রাজু প্রামাণিকের ছেলে মোঃ আব্দুল খালেক (২৫), পূর্ব ভদ্রকোল গ্রামের হবিবুর রহমানের ছেলে আল মামুন (৩২)।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান জানান, নিয়মিত মামলার ৩ জন ও ওয়ারেন্টভুক্ত ১ আসামি সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মারামারি ও চাঁদা চাওয়ার অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।