উল্লাপাড়া প্রতিনিধি :
২৫ অক্টোবর, ২০২৪
সিরাজগঞ্জ জেলা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে মোঃ আব্দুল লতিফ সরকার (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা কে গ্রেপ্তার করেছে। সে উল্লাপাড়া পৌরসভাধীন কাওয়াক ঘোষপাড়া মহল্লার জলিল সরকারের ছেলে।
শুক্রবার বিকেলে উপজেলার আব্দুল লতিফ কে তার বাড়ি থেকে সেনাবাহিনী, এনএসআই এবং পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। সে আওয়ামী লীগের সময়ে উল্লাপাড়ার রেলস্টেশনসহ পৌর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্রের মুখে মানুষ কে জিম্মি করে চাঁদাবাজি করতেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের কর্মী আব্দুল লতিফ কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.