উল্লাপাড়া প্রতিনিধি :
২৫ অক্টোবর, ২০২৪
সিরাজগঞ্জ জেলা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে মোঃ আব্দুল লতিফ সরকার (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা কে গ্রেপ্তার করেছে। সে উল্লাপাড়া পৌরসভাধীন কাওয়াক ঘোষপাড়া মহল্লার জলিল সরকারের ছেলে।
শুক্রবার বিকেলে উপজেলার আব্দুল লতিফ কে তার বাড়ি থেকে সেনাবাহিনী, এনএসআই এবং পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। সে আওয়ামী লীগের সময়ে উল্লাপাড়ার রেলস্টেশনসহ পৌর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্রের মুখে মানুষ কে জিম্মি করে চাঁদাবাজি করতেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের কর্মী আব্দুল লতিফ কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

