ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়া উপজেলার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ বেচাকেনা: ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত রাস্তা বানিয়েছে আওয়ামী লীগ নেতা

admin
মে ২১, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

উল্লাপাড়া প্রতিনিধি:

২১ মে ২০২৫

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চালা গ্রামে ৭৪ নং চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বেআইনিভাবে বিক্রি করে রাইস মিলের রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই জমি হাতিয়ে নেয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সালেক এবং চালা গ্রামের সাবেক ইউপি মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বুলু মাজন আকন্দ এই বিক্রয়ের সাথে সরাসরি জড়িত। বিদ্যালয়ের মাঠটি কিনে নিয়ে ব্যক্তিগত রাইস মিলের রাস্তা নির্মাণ করেন বেল্লাল সরকার, যিনি স্থানীয়ভাবে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

অন্যদিকে, আজ (২১ মে ২০২৫) সরকারি উদ্যোগে এবং উল্লাপাড়া সদর ইউনিয়নের প্রশাসক ও মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমানের সহযোগিতায় বিদ্যালয়ের পেছনের সরকারি রাস্তা উদ্ধার করে পূর্ণ গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তা দখলে থাকায় স্থানীয়রা চরম ভোগান্তিতে ছিলেন।

এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের মাঠটি ছিল শিশু শিক্ষার্থীদের খেলাধুলা ও নানা সামাজিক কর্মকাণ্ডের একমাত্র উন্মুক্ত স্থান। এই জমি বিক্রি হওয়ায় শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

তারা আরো বলেন, রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে যারা সরকারি সম্পত্তি ব্যক্তিমালিকানায় পরিণত করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ যেন নেওয়া হয় এই দাবি এলাকাবাসী

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।