ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরার অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু

admin
জানুয়ারি ১৬, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল  :রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুরুতে ফায়ার সার্ভিস ৩ জন মৃত্যুর তথ্য দিলেও পরে তা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে জানানো হয়, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।

এদিকে হাসপাতালে আরো তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ।

ওই বাসায় কীভাবে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।