
ঈদ উপলক্ষে আট দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। চ্যানেলটির ঈদ আয়োজনে থাকছে ৩০টি নাটক, ৮টি টেলিফিল্ম, ১৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমাসহ একগুচ্ছ বিনোদনমূলক অনুষ্ঠান। এবারের ঈদে ৭টি সিনেমার টিভি প্রিমিয়ার করবে এটিএন বাংলা। এর মধ্যে উল্লেখযোগ্য শাকিব খানের ‘রাজকুমার’, প্রচারিত হবে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি প্রমুখ।
ঈদের পঞ্চম দিন একই সময়ে দেখা যাবে ‘বুবুজান’। শামীম আহমেদ রনি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি, শান্ত খান, নিশাত, সাবেরী আলম, শিবা সানু প্রমুখ। ষষ্ঠ দিন দেখা যাবে ছটকু আহমেদের ‘আহারে জীবন’। অভিনয়ে ফেরদৌস, পূর্ণিমা, মিশা সওদাগর, সুচরিতা প্রমুখ। ঈদ অনুষ্ঠানমালার শেষ দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘যেমন জামাই তেমন বউ’। অভিনয়ে ডিপজল, মৌ খান, শ্যামল, প্রিয়াংকা জামান, রীনা খান প্রমুখ।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.