আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর ২০২৪
লেবানন থেকে উত্তর ইসরায়েলে ছোড়া রকেট হামলায় চার বিদেশি কর্মী এবং তিনজন ইসরায়েলি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই হামলা চালানো হয়। ইসরায়েলি চিকিৎসকরা বলেছেন, লেবানন আক্রমণ করার পর থেকে ইসরায়েলে সবচেয়ে মারাত্মক আন্তঃসীমান্ত হামলা ছিল এটি।
লেবানন থেকে প্রজেক্টাইলগুলো ইসরায়েলের উত্তরের শহর মেতুলায় একটি কৃষি এলাকায় বিধ্বস্ত হয়।
তে চার থাই শ্রমিক এবং একজন ইসরায়েলি কৃষক নিহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি সামরিক বাহিনী লেবানন থেকে প্রায় ২৫টি রকেট হামলার প্রতিবেদন করেছে। রকেটগুলো উত্তর ইসরায়েলের বন্দর শহর হাইফার উপকণ্ঠে একটি জলপাইগাছে আঘাত হানে।
ইসরায়েলের প্রধান জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছেন, ওই হামলায় একজন ৩০ বছর বয়সি পুরুষ ও ৬০ বছর বয়সি এক নারী নিহত হয়েছেন।

