গাজার সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করা নতুন ফ্রিডম ফ্লোটিলার জাহাজ ও যাত্রীদের আটক করেছে ইসরায়েল। যার মধ্যে রয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী এবং লেখক শহিদুল আলম। আটকের খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন।
আলোকচিত্রী শহিদুল আলম আটকের পর নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে তিনি বলেছেন, ‘আমি শহিদুল আলম। বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আপনি যখন এই ভিডিওটি দেখছেন, তার আগে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবেদন করছি।’
ধারণা করা হচ্ছে এই ভিডিওটি তিনি আটকের আগেই রেকর্ড করে রেখেছিলেন। যা আটকের পর আজ বাংলাদেশ সময় বুধবার সকালে প্রকাশ করেছেন।
এর আগে মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারেন।
পোস্টে রেড জোন বলতে শহিদুল আলম বুঝিয়েছিলেন, যেখানে ইসরায়েলি সেনারা সম্প্রতি সুমুদ ফ্লোটিলা নৌবহরকে আটকে অধিকারকর্মীদের আটক করেছিলেন।
এদিকে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে-গাজার সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করা নতুন ফ্লোটিলা তার লক্ষ্য অর্জন করতে পারেনি। ফ্লোটিলার জাহাজ ও যাত্রীদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে।
ফ্লোটিলা জানিয়েছে, দ্য কনসিয়েন্স নামে একটি জাহাজ-যেখানে ৯৩ জন সাংবাদিক, ডাক্তার ও সক্রিয়কর্মী ছিলেন-এর উপর প্রথমে আক্রমণ করা হয়, এরপর তিনটি ছোট জাহাজ আটক করা হয়।