জিকির মানুষের অশান্ত হৃদয়ে প্রশান্তি দান করে। পবিত্র কুরআনে আল্লাহতায়ালা বলেন, ‘যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রেখ, আল্লাহর জিকির দ্বারাই অন্তরগুলো প্রশান্ত হয়।’ (সূরা রাদ, আয়াত : ২৮)। আল্লাহর জিকিরে মগ্ন থাকা যে আমাদের জীবনে কত বড় নেয়ামত সেটার মর্ম আমরা অনেকেই বুঝি না। রাসূল (সা.) বলেছেন আল্লাহ বলেন, ‘আমার জিকির যাকে এমনভাবে নিমগ্ন রাখে যে, সে আমার কাছে কিছু চাওয়ার সময় পায় না, তাকে আমি এমন বস্তু দান করব, যা প্রার্থনাকারীদের প্রাপ্য বস্তুর চেয়েও উত্তম।’ (সহিহ বুখারি)। আমরা প্রতিদিন নানাভাবে আমাদের সময় ব্যয় করে থাকি। কোনো সাফল্য অর্জনের জন্য আমরা মরিয়া হয়ে ছুটে বেড়াই। অথচ ইসলাম জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করার কত সুন্দর সুযোগ করে দিয়েছে। প্রতিদিনের কাজের ফাঁকে আমরা আল্লাহর বিভিন্ন জিকিরের (লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার) মাধ্যমে আল্লাহর কাছে আমাদের সব চাহিদা নিবেদন করতে পারি।
আবার আল্লাহর জিকির শয়তানকে দূরে সরিয়ে দেয় ও তার শক্তিকে নষ্ট করে দেয়। আমরা প্রতিদিন ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের প্ররোচনায় পড়ে নানা পাপ কাজ করে ফেলি। শয়তান আমাদের পথভ্রষ্ট করার জন্য প্রতিদিনই কোনো না কোনো ফাঁদ তৈরি করে। শয়তানের এ ফাঁদ থেকে রক্ষার অন্যতম হাতিয়ার হলো আল্লাহর জিকিরে মগ্ন থাকা। আবার আল্লাহর প্রতি জিকির মানুষের দুশ্চিন্তা কমিয়ে দেয় এবং অন্তরে প্রশান্তি দান করে। আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ আমাদের রিজিকে বারাকাহ দান করেন। আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের পর তার জিকির করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনে আল্লাহতায়ালা বলেন, ‘অতঃপর যখন তোমরা নামাজ শেষ কর, তখন দাঁড়িয়ে, বসে এমনকি শায়িত অবস্থায় আল্লাহর জিকির কর।’ (সূরা নিসা-১০৩)।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.