ঢাকা২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারও সিপিএল চ্যাম্পিয়ন নাইট রাইডার্স

admin
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫

আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ত্রিনবাগো নাইট রাইডার্স। আজ সোমবার টুর্নামেন্টের ফাইনালে অ্যামাজন ওয়ারিরর্সকে ৩ উইকেটে হারিয়েছে তারা।এর আগে ২০১৫, ২০১৭, ২০১৮ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি মালিকানাধীন এই দলটি।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৩০ রান করে গায়ানা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ইফতিখার আহমেদ। এ ছাড়া বেন ম্যাকডারমটের ১৭ বলে ২৮ ও প্রিটোলিয়াসের ঝড়ো ১৮ বলে ২৭ রানের ওপর ভর করে এই সংগ্রহে পৌঁছায় তারা। নাইট রাইডার্সের হয়ে ৩ উইকেট নেন সৌরভ নেত্রাভালকার।

জবাবে ব্যাট করতে নেমে অ্যালেক্স হেলস(২৬), কলিন মুনরো (২৩) ও সুনিল নারিনের (২২) পরিমিত ব্যাটিংয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ত্রিনবাগো নাইট রাইডার্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।