ঢাকা২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফগান ২ স্পিনারকে আইসিসির তিরস্কার

admin
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানের দুই স্পিনার নুর আহমাদ ও মুজিব উর রাহমানকে শাস্তি দিয়েছে আইসিসি। আচরণবিধি ভাঙায় তাদের তিরস্কারের পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে নামের পাশে। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ঘটনাটি ঘটে চলতি এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে, বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে। সেই ম্যাচে আইসিসির ২.৮ ধারা ভঙ্গ করেন নুর আহমাদ। এ ধারায় বলা হয়েছে—‘আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা নিষিদ্ধ।’ ষোড়শ ওভারে একটি ওয়াইড ডাকে আপত্তি জানান এই বাঁহাতি রিস্ট স্পিনার। ৩ ওভারে ৩৭ রান খরচ করলেও তিনি পান একটি উইকেট।

অন্যদিকে, মুজিব উর রাহমান অভিযুক্ত হন ২.২ ধারা ভাঙার কারণে। এ ধারায় উল্লেখ আছে—‘ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ।’ ম্যাচ চলাকালে হাতে থাকা তোয়ালে দিয়ে স্টাম্প ভেঙে ফেলেন রহস্য স্পিনার। ৩.৪ ওভার বল করে ৪২ রান দিয়ে নেন একটি উইকেট।

ম্যাচটি ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফগানিস্তান।

তবে নিজেদের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি দুই স্পিনারের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।