
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম বগুড়া-৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে তা সঠিক সময়ের মধ্যে জমা দিতে পারেননি। সেই কারণে আজ বৃহস্পতিবার ঢাকায় ফিরে আপিল করেছেন তিনি।
তথ্যটি নিশ্চিত করে হিরো আলম বলেন, ‘আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) আগারগাঁওয়ের অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আপিল করেছি।’
আমজনতা পার্টির প্রার্থী হিসেবে হিরো আলম নির্বাচন কমিশনের বরাবরে লিখেছেন, ‘আমি আশরাফুল হোসেন আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচানে বগুড়া-৪ আসনে আম জনতার পার্টি থেকে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করার জন্য ২৯ ডিসেম্বর বগুড়া সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন ফরম জমা দিতে যাই।
সেসময় সেখানে প্রচন্ড ভিড় থাকায় ৫টার পর ২ মিনিট অতিক্রান্ত হয়ে যায়। নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার কারণে সহকারী রিটার্নিং অফিসার আমার মনোনয়ন ফরম গ্রহণ করতে অস্বীকৃতি জানান। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। ইতিপূর্বে আমি ৪ বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। সেটি বিবেচনা করে, ন্যায় বিচারের স্বার্থে আমার মনোনয়ন ফরম গ্রহণ করার আদেশ দানে মর্জি হয়।
হিরো আলমের বিশ্বাস তিনি মনোনয়নপত্র দাখিলের সময় পাবেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশও নেবেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.