ঢাকা১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আগুন আর গভীরতা

admin
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সে আগুন—অস্থির জ্বালা,
দৃষ্টি-ইশারায় ওঠে জ্বালা।
ক্ষণিক সুখে দখল চায়,
শিখার নেশায় নিজেকে হারায়।

সে সমুদ্র—নিস্তব্ধ, ধীর,
ঢেউ ওঠে কেবল বিশ্বাসের নীর।
ধৈর্য-প্রেমে জাগে তার প্রাণ,
আস্থার বুকে ফোটে টান।

সে ডাকে— “এখনই কেন নয়?”
সে ভাবে— “ভালোবাসা চাই।”
আগুন চায় শরীরের ছোঁয়া,
সমুদ্র চায় হৃদয়ের গোয়া।

তাই সংঘাত—দু’পথ ভিন্ন,
শিখা নিভে যায় ঢেউয়ের ছিন্ন।
সে ভাবে— “না মানে প্রত্যাখ্যান।”
সে ভাবে— “শুধুই শরীরের টান।”

কিন্তু প্রেম নয় তীব্র দাহ,
নয় কেবল নীরব পথের চাহ।
প্রেম ফোটে যখন দু’জন জানে,
আগুন দীপ্ত, সমুদ্র টানে।

তাই মিলুক তারা সত্যের তলে,
আগুনে উষ্ণতা, জলে গানতলে।
দুটি প্রাণে দুটি রূপ,
মিলে গড়ে প্রেমের ধ্রুবসূত্র।

✍️ সৈয়দ এল. আলী বাহরাম
স্বাধীন সাংবাদিক,
সাবেক সদস্য—: বাংলাদেশ সিভিল সার্ভিস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।