অসীম মন
——————————
সীমাবদ্ধ মন শোকে ও সুখে ভরে,
দিনের বন্ধনে, আলো-অন্ধকারে ঘুরে।
ভালো-মন্দ ওঠে, মিলিয়ে যায় শেষে,
জগতের স্বপ্ন সব ছায়ার আবেশে।
অসীম মন, চির মুক্ত তুমি,
আনন্দের সাগর, অনন্ত ভূমি।
না জন্ম, না মৃত্যু, না দিন, না রাত,
নিঃশব্দ সীমাহীনতায় তুমি সর্বদা বিরাজমান।
সুখ ক্ষণস্থায়ী, দুঃখও তাই,
সীমাবদ্ধ মন খেলে বদলের খেলা ভাই।
কিন্তু গভীরে জাগে সত্যের আলো,
অবিরাম আনন্দ, স্বচ্ছ উজ্জ্বল ভালো।
অসীম মন, চির মুক্ত তুমি,
আনন্দের সাগর, অনন্ত ভূমি।
না জন্ম, না মৃত্যু, না দিন, না রাত,
নিঃশব্দ সীমাহীনতায় তুমি সর্বদা বিরাজমান।
তুমি সেই আনন্দ, যে মরে না কভু,
না ধরা, না দুঃখ, না সমুদ্র, না আকাশে তবু।
জাগো সত্যে, দ্যুতিময় সত্তা,
অবিনশ্বর, অপরিবর্তনীয়, অনন্ত জ্যোতিষ্মতা।
অসীম মন, চির মুক্ত তুমি,
আনন্দের সাগর, অনন্ত ভূমি।
তুমিই সেই আনন্দ, তুমিই সত্য,
অসীমের গানে চিরন্তন তত্ত্ব।
⸻
সৈয়দ এল. আলী বাহরাম
ফ্রিল্যান্স সাংবাদিক
সাবেক সদস্য: বাংলাদেশ সিভিল সার্ভিস
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.