ঢাকা২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অর্ধশতাব্দী পর চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার

admin
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৯:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫,

অর্ধশতাব্দী হয়ে গেছে কোনো দেশ মানুষ নিয়ে চাঁদের উদ্দেশে অভিযান চালায়নি। এবার নাসা চার মহাকাশচারীকে নিয়ে যাত্রা শুরু করবে এবং ফিরিয়ে আনবে, যাতে বিভিন্ন সিস্টেম পরীক্ষা করা যায়।

নাসা জানিয়েছে, তারা ফেব্রুয়ারিতেই চারজন মহাকাশচারীকে নিয়ে দশ দিনের এক অভিযানে চাঁদের চারপাশে পাঠানোর আশা করছে।

মার্কিন মহাকাশ সংস্থাটি আগে ঘোষণা করেছিল, এই অভিযান এপ্রিলের শেষ নাগাদ যেকোনো সময় শুরু হতে পারে। তবে এবার তারা ফেব্রুয়ারিতেই মিশনটি এগিয়ে আনার পরিকল্পনা করছে।

বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, আর্টেমিস-২ মিশন হলো আর্টেমিস কর্মসূচির দ্বিতীয় ধাপ, যার লক্ষ্য হলো মহাকাশচারীদের চাঁদের মাটিতে অবতরণ করানো এবং দীর্ঘমেয়াদে সেখানে অবস্থান নিশ্চিত করা।

নাসার অ্যাক্টিং ডেপুটি অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর লাকিশা হকিন্স বলেন, ‘এটি হবে মহাকাশ অন্বেষণের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সবাই ইতিহাসের প্রথম সারির দর্শক হতে যাচ্ছি। লঞ্চ উইন্ডো ৫ ফেব্রুয়ারির মতো দ্রুত সময়েও খুলে যেতে পারে। তবে আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো নিরাপত্তা।’

আর্টেমিস লঞ্চ ডিরেক্টর চার্লি ব্ল্যাকওয়েল-থম্পসন জানান, মহাকাশচারীদের চাঁদে নিয়ে যাওয়ার জন্য তৈরি শক্তিশালী রকেট সিস্টেম, স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) প্রায় পুরোপুরি প্রস্তুত। এখন শুধু ক্রু ক্যাপসুল ওরায়ন-কে যুক্ত করা এবং গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করাই বাকি।

প্রথম আর্টেমিস মিশন ২৫ দিনের ছিল, যা ২০২২ সালের নভেম্বরে মানুষবিহীন মহাকাশযান উৎক্ষেপণের মাধ্যমে সম্পন্ন হয়। এতে মহাকাশযানটি চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।