বিয়ের পর থেকে অসংখ্যবার ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে। কিছুদিন আগে তো স্বামী ভিকি কৌশলের এক ঘনিষ্ঠজন অভিনেত্রীর স্ফীতোদর দেখেছেন বলেও জানান, যা গুঞ্জনকে বেশি ঘনীভূত করে। অবশেষে সব গুঞ্জনকে সত্যি বললেন ‘এক থা টাইগার’ তারকা। বেবি বাম্পের ছবি প্রকাশ করে ক্যাটরিনা জানালেন, তিনি মা হতে চলেছেন।
গতকাল দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী বিষয়টি নিশ্চিত করেন। ছবিতে ক্যাটরিনাকে সাদা রঙের পোশাকে দেখা গেছে, অন্যদিকে বেবি বাম্পকে আলতো করে ছুঁয়ে আছেন ভিকি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি আমরা।’
ঘনিষ্ঠ সূত্রে আগেই জানা গেছে, অক্টোবরের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে ডেলিভারি ডেট দেওয়া হয়েছে চিকিৎসকের তরফে। তবে ভিকি-ক্যাটরিনা বিষয়টি নিয়ে এখনও কিছু জানাননি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, সন্তান জন্মের পর ক্যাটরিনা দীর্ঘ মাতৃত্বকালীন ছুটিতে যাবেন। তিনি নিজেই সন্তানকে লালনপালন করতে চান এবং কিছুদিন আলোচনার বাইরে থাকতে চান। ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তখন থেকেই ইনস্টাগ্রামে এই দম্পতির প্রেমমাখা মুহূর্তগুলো ভক্তদের হৃদয় ছুঁয়ে আসছে।
ভিকি সর্বশেষ অভিনয় করেছেন ‘ছাভা’ ছবিতে। অন্যদিকে ক্যাটরিনাকে শেষ দেখা গেছে বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়।