
দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ঘিরে অনিয়ম, বৈষম্য এবং বিশৃঙ্খলার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটগ্রহণ চলাকালে পৃথক সংবাদ সম্মেলনে প্যানেল দুটি এসব অভিযোগ করেন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব অভিযোগ করেন, নির্দিষ্ট একটি প্যানেলের প্রতিনিধিরা ব্যালট নম্বরের টোকেন নিয়ে সরাসরি বুথের ভেতর প্রবেশ করছেন।
রাকিব বলেন, ‘শহীদ সাজিদ ভবন কেন্দ্রে একটি বিশেষ প্যানেলকে এই সুবিধা দেওয়া হচ্ছে। শুরুতে কমিশন বিষয়টি অস্বীকার করলেও পরে প্রমাণ দেওয়ার পর সব প্যানেলকে টোকেন নিয়ে প্রবেশের অনুমতি দেয়। শুরুতে আমাদের প্যানেলকে এই সুযোগ না দিয়ে বৈষম্য করা হয়েছে। এটি নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে।’
এদিকে ভাষা রফিক ভবনের নিচতলায় আয়োজিত অন্য এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদলের বিরুদ্ধে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও ভোটারদের প্ররোচিত করার অভিযোগ তোলেন।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.