
গৃহযুদ্ধকবলিত দক্ষিণ সুদানের প্রায় অর্ধেক জনগণ তীব্র অনাহারের মুখোমুখি। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম গতকাল বুধবার জানিয়েছে, পশ্চিমা দেশগুলো সহায়তা কমিয়ে দেওয়ায় দেশটি এই অবস্থার মোকাবিলা করছে। দেশটি এত কম মানবিক সাহায্য অতীতে কখনও পায়নি। খবর এএফপি
দাতব্য সংস্থাটি জানিয়েছে, পশ্চিমা দেশগুলো সাহায্য বাজেট কমিয়ে দেওয়ার ফলে দক্ষিণ সুদানের ২০২৫ সালের জন্য ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের মানবিক পরিকল্পনার মাত্র ৪০ শতাংশ পেয়েছে। অক্সফাম আরও জানায়, দক্ষিণ সুদানে এখন প্রায় ৬০ লাখ মানুষ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে এবং তাদের বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের খুব কম সুবিধা রয়েছে। এপ্রিলের মধ্যে ৭৫ লাখ মানুষ এই পরিস্থিতির মধ্যে পড়বে।
দক্ষিণ সুদানের সম্পদশালী অভিজাতরা তেল সম্পদ চুরির মতো দুর্নীতির কারণে দেশটিতে প্রায় কোনো মৌলিক পরিষেবা নেই।
অক্সফামের দক্ষিণ সুদানের কান্ট্রি ডিরেক্টর শবনম বালুচ এক বিবৃতিতে বলেন, ‘এটা এমন একটা অবস্থা, যেন বিশ্ব এমন একসময় তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যখন বেঁচে থাকার জন্য তাদের সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন। এমন এক মুহূর্তে বিশ্ব তাদের থেকে মুখ ফিরিয়ে রেখেছে, যখন তাদের অস্তিত্ব ঝুঁকির মুখে রয়েছে।’
দক্ষিণ সুদান ২০১১ সালে স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতা লাভের পরপরই দেশটিতে গৃহযুদ্ধ বেধে যায়। ৫ বছরের ভয়াবহ গৃহযুদ্ধের ফলে দেশটির দুই মিলিয়নেরও বেশি লোক বাস্তুচ্যুত হয় এবং শান্তি চুক্তি বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে এ বছর আবারও নতুন করে সংঘাতের আশঙ্কা রয়েছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2025 sattyasamacher.com. All rights reserved.